Friday, January 24, 2020

আপনার সাফল্যের চারটি চাবি

আপনার সাফল্যের চারটি চাবি

আপনি যদি মনে প্রাণে চান তাইলে এই মাধ্যম গুলো প্রয়োগের মাধ্যমে জীবনে সফল হতে পারেন

#আপনি কী চান এবং কোথায় যেতে চান তা ঠিক করুন।

#একটি সময়সীমা নির্ধারণ করুন এবং সেখানে যাওয়ার পরিকল্পনা করুন। ...

#আপনার পরিকল্পনার উপর পদক্ষেপ নিন; আপনার লক্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন কিছু করুন।

#আগে থেকে সমাধান করুন যে আপনি সফল না হওয়া পর্যন্ত অবিচল থাকবেন, যে আপনি কখনই ছাড়বেন না।

এগুলোর মাধ্যমে জীবনের সফলতার সোপানে পৌছাতে পারেন

No comments:

Post a Comment

গত ২৪ ঘন্টায় দেশে ১৭৭৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস আপডেট(২১/০৫/২০২০) বাংলাদেশেঃ দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ততের সংখ্যা ১৭৭৩ জন গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু হয়েছেন ২২ জন এই নিয়ে বা...