Friday, January 24, 2020

অয়নের বিয়ের গল্প (পর্ব ১)

অয়নের পরিবার বেশ কিছুদিন ধরে মেয়ে দেখছে, প্রথম দিকে মেয়ে দেখার নাম গন্ধ ছিলোনা, তার মা তাকে বলেছিল
 " নিজের পছন্দের কেউ থাকলে বল, নিয়ে অাসি, এতদিন হয়ে গেলো একটা মেয়ের সাথে রিলেশন করতে পারলি না"

অয়নের সাথে কখনো কারো রিলেশন হয়নি, মাঝে অনেককে ভালো লাগত, সেই স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে ক্রাশ ছিলো, কিন্তু তাদের সাহস করে কখনো বলা হয়নি..

অনেক চেষ্টা করে দুলাভাই অাপাকে রাজী করিয়েছে এবার বিয়ে করবে বলে, নতুন চাকরিতে ঢুকেছে বেশ কিছুদিন হলো, সমবয়সী ফ্রেন্ড, কলিগদের অনেকে বিবাহিত, বিয়ে নিয়ে তাই টেনশনটা বাড়ছে, মাথার চুলও পড়ে যাচ্ছে বেশ....

এ নিয়ে প্রায় তিন বার Reject খেয়েছে সে, মেয়ের পরিবার কোন না কোন কারণে না করে দেয়, অথচ অয়নের পরিবারের সবাই শিক্ষিত, দুই ভাই ভাবী ডাক্তার, বাবা ব্যবসা করে, অয়নও দেখতে বোকা টাইপের হলেও অনেক মেধাবী অার পরিশ্রমী ...

ফ্রেন্ডরা বেশ কিছুদিন ধরে তাকে খোঁচাচ্ছে, বিয়ে নাকি এ বছরই করতে হবে, ঘটককে এ নিয়ে প্রায় বিশ বারের বেশি টাকা দিয়েছে সে, পরিবারের সদস্যরা যে যার মত ব্যস্ত তাই নিজের বিয়ের দায়িত্বটা নিজেই নিয়েছে, ঘটককে পালা করে প্রতি সপ্তাহে টাকা দিতে হয়, ঘটক দু'পাতার একখানা বায়োডাটা দেয়, অার সেটা নিয়ে চলে অালোচনা, সমালোচনা ...

মেয়ে দেখতে গেলে হয়না, সাথে রেস্টুরেন্ট এর খাবারের বিলটাও দেওয়া লাগে, মেয়ের সামনে তো পরীক্ষা দিতে হয়, তার উপর মেয়ের ভাই অথবা মামা থাকলে পরীক্ষাটা বিসিএসকে হার মানায়...

ব্যাটে বলে কিচ্ছু হয়ে উঠেনা, দিন যাচ্ছে, সময় গড়িয়ে অয়ন ক্লান্ত, বড্ড বেশি ক্লান্ত...

 অপবাদ, খোঁচা, সমালোচনা, কটুক্তি অয়নকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে...

তার কাছে মনে হয় প্রেম না করাটা তার জন্য বড় ভুল, সব সময় পড়াশুনা ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে সে অাজ ক্লান্ত পথিক....

অয়নের চশমার ফাঁক দিয়ে জোৎস্নার অালোটা ঝাপসা দেখা যায়, বাইরে মেঘ, বৃষ্টি হয়না, কিন্তু অকষ্মাৎ অয়নের চোখ বেয়ে অশ্রু জল বৃষ্টি হয়ে ঠিকই গড়িয়ে পড়ে.....

:) :) :)

লেখক- জোনায়েত নাঈম

No comments:

Post a Comment

গত ২৪ ঘন্টায় দেশে ১৭৭৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস আপডেট(২১/০৫/২০২০) বাংলাদেশেঃ দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ততের সংখ্যা ১৭৭৩ জন গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু হয়েছেন ২২ জন এই নিয়ে বা...