ছোট বেলায় আমরা জেনেছি আমাদের মৌলিক অধিকার ৫টি,
অন্ন,বস্ত্র,বাসস্থান,চিকিতসা ও শিক্ষা
কিন্তু আমাদের দেশের সাংবিধানিক দৃষ্টিকোন থেকে বলতে গেলে আমাদের আরো কিছু মৌলিক অধিকার আছে, যা আমরা অনেকে জানিনা
আজ তা আমরা দেখবো, প্রথমে জেনে নি মৌলিক অধিকার কাকে বলে
সাংবিধানিক সংজ্ঞা, অনুযায়ী মৌলিক অধিকার বলতে বুঝায়, কোনো মানবাধিকার যখন কোন দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সাংবিধানিক নিশ্চয়তা [Constitutional Guarantee] দিয়ে সংরক্ষণ করা হয় তখন সেগুলো মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়
বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে এরূপ ১৮টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে
সংবিধানের ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত এ সকল অধিকার সমূহ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।
সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারসমূহ রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানের ৪৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে,,
কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, সে ১০২(১) অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে মামলা (রীট) করতে পারবেন
২৬(১) অনুচ্ছেদে বলা আছে এই অধিকার গুলোর সাথে অন্য যেকোন আইন পরিপন্থী হলে বা অসামঞ্জস্যপূর্ণ হলে সে অসামঞ্জস্য আইন বাতিল বলে গণ্য হবে
মৌলিক অধিকার গুলো হলঃ-
---------------------------------
১) ২৭. আইনের দৃষ্টিতে সমতা।
২) ২৮. ধর্ম, পরভৃতি কারণের বৈষম্য করা যাবেনা।
৩) ২৯. সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা।
৪) ৩০. বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ।
৫) ৩১. আইনের আশ্রয় লাভের অধিকার।
৬) ৩২. জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ।
৭) ৩৩. গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
৮) ৩৪. জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরন।
৯) ৩৫. বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষন।
১০) ৩৬. চলাফেরার স্বাধীনতার।
১১) ৩৭. সমাবেশের স্বাধীনতা।
১২) ৩৮. সংগঠনের স্বাধীনতা।
১৩) ৩৯. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা।
১৪) ৪০. পেশা বা বৃত্তির-স্বাধীনতা।
১৫) ৪১. ধর্মীয় স্বাধীনতা।
১৬) ৪২. সম্পত্তির অধিকার।
১৭) ৪৩. গৃহ ও যোগাযোগের সংরক্ষন।
১৮) ৪৪. মৌলিক অধিকার বলবৎকরণ।
উপরোক্ত অধিকার গুলো মৌলিক অধিকার হিসেবে বিবেচ্য করা হয়
No comments:
Post a Comment