Friday, January 24, 2020

পরকীয়া একটি সামাজিক ব্যধি, যার দূরীকরণ অত্যান্ত জরূরী

প্রায়শঃই পত্রিকায় দেখা যায়, ‘পরকীয়া ঘটনায় সন্তান হত্যা’। অবৈধ পরকীয়ার বলী হতে হয় প্রেমিকার নিজের গর্ভজাত সন্তানদের। আশ্চর্যজনকভাবে, প্রেমিকা এই হত্যার বিরুদ্ধে পুরোপুরি নিশ্চুপ থাকে! কিছু ঘটনায় তো পরকীয়া আচ্ছন্ন প্রেমিকা নিজেই তার আপন সন্তানকে হত্যায় প্রেমিককে নিষ্ঠুরভাবে সহায়তা পর্যন্ত করে থাকে! কারন তখন তিনি গভীর পরকীয়া প্রেমে মত্ত। তখন নিজের গর্ভজাত সন্তানের চাইতে প্রেমিকই তার কাছে অনেক বেশী প্রিয়। 

আজকে জানুয়ারির ২৩ তারিখ। নতুন বছরের শুরুর এই ২৩ দিনেই ১৫ বাংলাদেশীকে গুলি করে মেরেছে ভারতের বিএসএফ বাহিনী। শুধুমাত্র গত ২৪ ঘন্টায়ই তারা ৫ বাংলাদেশীকে গুলি করে মেরেছে। বরাবরের মত বাংলাদেশের মানুষ হত্যার কোন বিচার নাই! আর কার কাছেই বা বিচার চাইবে পরকীয়া আক্রান্ত প্রেমিকার হতভাগা সন্তানরা!

লেখক- ডঃ তুহিন মালিক

No comments:

Post a Comment

গত ২৪ ঘন্টায় দেশে ১৭৭৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস আপডেট(২১/০৫/২০২০) বাংলাদেশেঃ দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ততের সংখ্যা ১৭৭৩ জন গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু হয়েছেন ২২ জন এই নিয়ে বা...