এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকে নিয়োগ সংক্রান্ত কিছু কথা
আমাদের চট্টগ্রাম তথা পটিয়া উপজেলার সুনামধন্য শিল্পপতি, পটিয়া বাসির উন্নয়নের কাণ্ডারি জনাম সাইফুল আলাম মাসুদ, চেয়ারম্যান এ আলাম গ্রুপ অফ কোম্পানি
বাংলাদেশের শীর্ষ কিছু ব্যাংকে উনার সিংহভাগ শেয়ার আছে, যার কারনে উনি তার নিজের এলাকার হত দরিদ্র থেকে শুরু করে সর্বসাধারণের কল্যানে তার শেয়ারহোল্ডারস ব্যাংকে সময় সময় নিয়োগ দেয়, সে নিয়োগেও কিন্তু অনেক প্রতিযোগিতা হয়, যদিও অনেক বলে থাকেন শুধু পটিয়ার লোক হলেই নাকি এখানে চাকরি হয়ে যায়, এটি একটি ভ্রান্ত ধারণা, তবে এটা ঠিক অন্যান্য জায়গা যেমন ঘুষের দৌরাত্ম্য আছে সেটা আপনি এখানে দেখবেননা,
এই ব্যাংক গুলোর নিয়োগের সময় আমাদের কিছু বিষয় অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, সে বিষয় গুলো আমি নিচে আলোচনা করছি
- আপনাকে অবশ্যই পটিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, যদি কোন সময় অন্য এলাকার নাম উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি দেয় তাহলে সেটা ভিন্ন কথা।
- সহকারী অফিসার (ক্যাশ) এর জন্য যেকোন বিষয়ে স্নাতক লাগবে, মাঝে মাঝে স্নাতকোত্তরো চাই, সেটা ক্ষেত্র বিশেষে চাইবে
- সহকারী অফিসার (জেনারেল) এখানে স্নাতকোত্তর প্রয়োজন (আপনার হয়তো মনে করতে পারেন ক্যাশ এবং জেনারেল হয়তো দুটো ভিন্ন ভিন্ন পোস্ট, সেটা মোটেও নয়, দুইটা পোস্ট একি বেতন কাঠামো, সুযোগসুবিধা একি)
- জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য স্ননাতকোত্ত লাগবে, কমপক্ষে জীবনের তিনটি পরীক্ষায় ১ম বিভাগ
- পিয়ন পদে আবেদন করার জন্য এস এস সি পাশ করা লাগবে
উপরের পয়েন্ট গুলোর গুরুত্বপূর্ণ, এছাড়াও আরো কিছু প্রয়োজনীতা আছে যেমন, আপনার শিক্ষা জীবনে কমপক্ষে ১টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনি এলাকার হতে হবে, এমন অনেকে আছে যাদের সব যোগ্যতা ছিল কিন্তু এই একটি কারনে চাকরি হয়নি,
অফিসার পদে আবেদন করার জন্য যে সিভিটা বানাবেন সেটা সুন্দর করে বানাবেন, যাতে দেখা মাত্রই সিলেক্ট হয়ে যায়, সিভির সাথে সুন্দর করে আপনি কোন পদে আবেদন করছেন সে পদের নাম উল্লেখ করে একটা কভার লেটার দিতে পারেন।
সিভির সাথে যেসকল সার্টিফিকেট চাওয়া হয়েছে সে সকল সার্টিফিকেট এবং প্রত্যায়ন পত্র যথা যথ ভাবে দিবেন
সমস্ত কাগজপত্র গুলো একটা লেটার খামে করে সুন্দর করে বাজ করে দিবেন এবং খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করে দিবেন
আমাদের ব্লগের সাথে থাকুন, বেশী বেশী শেয়ার করুন ইনশাল্লাহ পরবর্তীতে আরো খবরা খবর নিয়ে হাজির হব
ধন্যবাদ
No comments:
Post a Comment